Views Bangladesh Logo

চীনে সেতু ধসে নিহত ১০, নিখোঁজ ৪

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে নির্মাণাধীন একটি সেতুর আংশিক ধসের ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৪ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, সেতুটির কেন্দ্রীয় খিলান হঠাৎ ভেঙে হুয়াংহো নদীতে পড়ে যায়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, ইস্পাত তার ছিঁড়ে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

পিপলস ডেইলি জানায়, দুর্ঘটনার সময় সেখানে ১৫ জন শ্রমিক ও একজন প্রকল্প ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। সিসিটিভির খবরে বলা হয়েছে, এতে ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আরও দু’জন এখনো মৃত্যুর

পত্রিকাটি আরও জানিয়েছে, সিচুয়ান-কিংহাই রেলপথের ওপর নির্মিত এই সেতুটি বিশ্বের সর্ববৃহৎ স্প্যানের ডাবল-ট্র্যাক কন্টিনিউয়াস স্টিল ট্রাস আর্চ ব্রিজ। এটি ইয়েলো রিভারের ওপর নির্মিত চীনের প্রথম রেলওয়ে স্টিল ট্রাস আর্চ ব্রিজও বটে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, অর্ধনির্মিত সেতুর মাঝের অংশ নেই, পাশে দাঁড়িয়ে আছে বিশাল দুটি স্ক্যাফোল্ডিং টাওয়ার ও কয়েকটি ক্রেন।

শিনহুয়ার বরাতে জানা গেছে, শতাধিক উদ্ধারকর্মী সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।

চীনে শিল্পকারখানা ও নির্মাণকাজে দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে, যা সাধারণত দুর্বল নীতিমালা ও নিরাপত্তাহীনতার কারণে ঘটে। গত বছরের ডিসেম্বরে শেনঝেনে একটি বড় রেলওয়ে প্রকল্পের নির্মাণস্থলে ধসের ঘটনায় ১৩ জন নিখোঁজ হয়, পরে তাদের কেউই জীবিত উদ্ধার হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ