পাকিস্তানের খাইবারে ক্রিকেট স্টেডিয়ামে বিস্ফোরণ, নিহত ১
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ চলাকালীন সময় বিস্ফোরণের ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) প্রদেশটির বাজাউর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘বিস্ফোরণটি একটি ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে করা হয়েছিল।’ তিনি বলেন, ‘সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হয়েছে।’
যদিও এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে পুলিশ বলছে, সাম্প্রতিক নিরাপত্তা বাহিনীর ‘অপারেশন সারবাকাফ’-এর প্রতিক্রিয়ায় জঙ্গিরাই এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে আরও দুটি পৃথক সহিংস ঘটনায় তিনজন সন্দেহভাজন জঙ্গি এবং একজন পুলিশ সদস্য নিহত হন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে