Views Bangladesh Logo

জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু: ৩,৫০০ পৃষ্ঠার চার্জশিট, চারজনের বিরুদ্ধে হত্যা মামলা

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বড় মোড় নিয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) প্রায় সাড়ে তিন হাজার পৃষ্ঠার চার্জশিট আদালতে দাখিল করেছে এবং চার্জশিটে চারজনের বিরুদ্ধে হত্যা অভিযোগ আনা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) গুয়াহাটির মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিটটি জমা দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্ত।

পুলিশ সূত্র জানায়, চারটি বড় ট্রাঙ্কে করে বিপুল নথিপত্র আদালতে আনা হয়। কড়া নিরাপত্তার মধ্যে ছয়টি গাড়ির বহর নিয়ে এসআইটির সদস্যরা আদালত চত্বরে পৌঁছান।

এমপি গুপ্তার নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ দল দীর্ঘ সময় ধরে মামলাটির তদন্ত পরিচালনা করে। চার্জশিটের সঙ্গে বিপুল পরিমাণ নথি ও সাক্ষ্যপ্রমাণ সংযুক্ত করা হয়েছে, যেখানে ঘটনার পূর্ণ বিবরণ ও সংশ্লিষ্টদের ভূমিকা তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ৫২ বছর বয়সী জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। তিনি তখন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। মৃত্যুর পর থেকেই ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন ওঠে এবং আসামে ব্যাপক জনপ্রতিক্রিয়া দেখা যায়।

জনদাবির মুখে আসাম সরকার এসআইটি গঠন করে তদন্ত শুরু করে। এ পর্যন্ত মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তও রয়েছেন। তদন্তে ৩০০-এর বেশি সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ