Views Bangladesh Logo

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন জুবাইদা রহমান।

শুক্রবার সকাল ১১টা ৫৩ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তার আগমনের সঙ্গে সঙ্গেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

জুবাইদা রহমান শারীরিক অসুস্থতার কারণে শাশুড়িকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিতে ঢাকায় এসেছেন। তবে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে এখনও পৌঁছায়নি, ফলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়েছে।

বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমোদন দিলে আগামী রোববার তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ