টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল জিম্বাবুয়ে
২০২৬ আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। আসন্ন এই মর্যাদাপূর্ণ আসরে দলের অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা।
দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার গ্রায়েম ক্রেমার। সাত বছর পর আবারও বিশ্বকাপের দলে জায়গা পেলেন তিনি, যা আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বিরতির পর তার বড় প্রত্যাবর্তন।
পিঠের চোটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানিকেও বিশ্বকাপ দলে ফিরিয়ে আনা হয়েছে।
ত্রিদেশীয় সিরিজের দল থেকে একমাত্র বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নিউম্যান নিয়ামহুরি।
উইকেটরক্ষক-ব্যাটার ক্লাইভ মাদান্দে দলে জায়গা পেয়েছেন শন উইলিয়ামসের পরিবর্তে। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নির্বাচকদের নজর কাড়েন মাদান্দে। তিনি চার ম্যাচে ১৫২ রান করেন, গড় ছিল ৭৬ এবং স্ট্রাইক রেট ১৩৮.১৮—যা ছিল টুর্নামেন্টে সর্বোচ্চ।
উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলরের অভিজ্ঞতাও কাজে লাগাবে জিম্বাবুয়ে। নিষেধাজ্ঞা শেষে চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর তিনি ১৩টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৫১ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪৪.২৫। গড় তুলনামূলকভাবে কম হলেও, তার অভিজ্ঞতা ও অতীত পারফরম্যান্সকে দলে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচকরা।
ফাস্ট বোলার রিচার্ড এনগারাভা, যিনি সম্প্রতি জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক নিযুক্ত হয়েছেন, তিনিও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন এবং মুজারাবানির সঙ্গে পেস আক্রমণের নেতৃত্ব দেবেন। স্পিন বিভাগে অধিনায়ক সিকান্দার রাজাকে সহায়তা করবেন ওয়েলিংটন মাসাকাদজা ও অভিজ্ঞ গ্রায়েম ক্রেমার।
গ্রুপ ‘বি’-তে জিম্বাবুয়ের সঙ্গে রয়েছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা, পাশাপাশি আয়ারল্যান্ড ও ওমান। টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায়। জিম্বাবুয়ে তাদের অভিযান শুরু করবে ৯ ফেব্রুয়ারি ওমানের বিপক্ষে। গ্রুপ পর্বে তাদের সব ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবুয়ের দল:
সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, ব্র্যাড ইভানস, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়োঙ্গা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা ও ব্রেন্ডন টেইলর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে