তারেক রহমানকে স্বাগত জানালো জিয়া শিশু-কিশোর সংগঠন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিল জিয়া শিশু-কিশোর সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনাস্থল পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। তারা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে তারেক রহমানকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহ আলম রেজা, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ মিন্টু, ভাইস প্রেসিডেন্ট নুরুন নবী, ঢাকা জেলা সভাপতি কামরুল হাসান সুমনসহ ঢাকা উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা জানান, তারেক রহমানের দেশে ফেরা দেশের গণতান্ত্রিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ও আবেগঘন মুহূর্ত। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে