নারীদের প্রতি অসদাচরণের ক্ষেত্রে থাকবে জিরো টলারেন্স নীতি: রুবাবা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক রুবাবা দৌলা বলেছেন, নারীদের প্রতি যে কোনো ধরনের অসদাচরণের ক্ষেত্রে থাকবে 'জিরো টলারেন্স' নীতি।
তিনি বলেন, 'আমি চাই নারী ক্রিকেটারদের সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতে। যে কোনো ধরনের হেনস্তার বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।'
বিসিবির ইতিহাসে প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন রুবাবা দৌলা। দায়িত্ব পাওয়ার পর প্রথম বারের মতো প্রকাশ্যে বক্তব্যে রুবাবা দৌলা নিজের অনুভূতি, লক্ষ্য এবং নারী ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন।
তিনি বলেন, 'আমি আসলে খুবই আনন্দিত আপনাদের সামনে আসতে পেরে। খুবই সম্মানিত বোধ করছি যে এই দায়িত্বটি আমাকে দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য থাকবে ক্রিকেটের মান আরও উন্নত করা, সবাই মিলে সামনে এগিয়ে যাওয়া।'
বিসিবির এই নতুন অধ্যায়ে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব আরও বিস্তৃত করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, 'আজ আমি শুধু বিসিবি পরিচালক হিসেবে দাঁড়িয়ে আছি, তা নয়; আমি একজন নারী হিসেবেও দাঁড়িয়ে আছি। দেশের প্রেক্ষাপটে নারীরা অনেক দূর এগিয়েছে, আমরা সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করতে চাই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে