সিলেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হলো জাকি’র জানাজার নামাজ
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজার নামাজ। বিপিএল চলাকালীন আকস্মিক এই মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট আগে দুই দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছিলেন। এ সময় হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। দ্রুত মাঠে তাকে সিপিআর দেওয়া হয় এবং পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ম্যাচ শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই তার জানাজার নামাজ আদায় করা হয়। জানাজা শেষে পরিবারের তত্ত্বাবধানে মরদেহ কুমিল্লায় তার গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
দেশের ক্রিকেটে মাহবুব আলী জাকির অবদান ছিল দীর্ঘদিনের। ২০২০ সালে শরীফুল ইসলাম ও তানজিম হাসানদের নিয়ে গঠিত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি, যে দলটি বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করে। দেশের অনেক প্রতিশ্রুতিশীল পেস বোলারের কারিগরি সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাহবুব আলী জাকি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে