ঢাকা-১৭ আসনে নির্বাচনে লড়বেন জহির রায়হানের ছেলে
প্রখ্যাত চলচ্চিত্রকার ও সাহিত্যিক শহীদ জহির রায়হানের ছেলে তপু রায়হান ঘোষণা দিয়েছেন যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন।
রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, তিনি ঢাকার ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন।
সংবাদ সম্মেলনে তপু রায়হান বলেন, তিনি কোনো প্রথাগত রাজনীতি করতে আসেননি। তাঁর লক্ষ্য দুর্নীতিমুক্ত, দলীয় প্রভাবমুক্ত এবং জনকল্যাণভিত্তিক এক সৃজনশীল প্রশাসন গঠন। তিনি বলেন, ‘আমার বাবা জহির রায়হান রাজনৈতিকভাবে সচেতন ছিলেন, কিন্তু কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না। আমি বিশ্বাস করি, সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের সদস্য না হয়েও মানবকল্যাণমুখী রাজনীতি করা সম্ভব।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা (গুলশান, বনানী, নিকেতন, বারিধারা, মহাখালী, শাহজাদপুর ও সেনানিবাস এলাকার একাংশ) নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তপু রায়হান।
তিনি জানান, এলাকার সমস্যাগুলো সমাধানের জন্য এলাকাভিত্তিক ইশতেহার প্রণয়নের উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, ‘কড়াইল বস্তির মতো নির্দিষ্ট অঞ্চলের সমস্যা চিহ্নিত করে সেখানে টেকসই সমাধানের মডেল তৈরির কাজ চলছে।’
তপু রায়হান জানান, চলতি মাসেই এসব এলাকাভিত্তিক ইশতেহার প্রকাশ করা হবে। এরপর তিনি সব প্রার্থীর কাছে গিয়ে সহযোগিতা চাইবেন। তিনি বলেন, ‘সহযোগিতামূলক রাজনৈতিক সংস্কৃতিই আমার প্রচারণার মূল ভিত্তি। আমি নির্বাচনে জিতি বা না জিতি, নির্বাচনের পর ঢাকা-১৭ আসনের উন্নয়ন ও সমস্যা সমাধানে বিজয়ী প্রার্থীর সঙ্গে কাজ করব।’
তিনি আরও জানান, সরকারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে তিনি বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টামণ্ডলী গঠন করছেন। তিনি বলেন, ‘নীতি প্রণয়ন, বাজেট প্রস্তুত ও বাস্তবায়নের প্রতিটি ধাপে এই কমিটি আমাকে সহায়তা করবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে