রোহিঙ্গাদের সহায়তায় অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করলেন ড. ইউনূস
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ। ঢাকার যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনের প্রাক্কালে ঢাকা সফর করছেন অ্যান্ড্রুজ। বৈঠক ইউনূসের নেতৃত্ব এবং রোহিঙ্গা ইস্যুকে বিশ্ব মঞ্চে অগ্রাধিকার দেয়ার ভূমিকার প্রশংসা করেন তিনি। এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা।
টম অ্যান্ড্রুজ বলেন, ‘বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদান এবং দীর্ঘমেয়াদী সমাধানের আশা বজায় রাখার জন্য বিশ্ব ড. ইউনূসের কাছে কৃতজ্ঞ।’
বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তায় অনুদান কমে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। এ সময় আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে বিশাল পরিসরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কনফারেন্স আয়োজন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান অ্যান্ড্রুজ।
আসন্ন রোহিঙ্গা সম্মেলন, যার শিরোনাম ‘স্টেকহোল্ডার ডায়ালগ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ-পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য বার্তা’। এতে অংশ নেবেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডাররা।
গত ১৭ আগস্ট ঢাকায় কূটনীতিকদের ব্রিফ করেন এবং এই সম্মেলনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি বলেন, “এক সময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার বাইরে চলে গিয়েছিল। গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টা সকল সদস্য রাষ্ট্রকে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে সর্বসম্মত সমর্থন আসে, ১০৬টি দেশ এটির পৃষ্ঠপোষকতা করে। আজ এই ইস্যুতে উল্লেখযোগ্য আন্তর্জাতিক সমর্থন রয়েছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে