Views Bangladesh Logo

ট্রাম্পকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেন ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

ড. ইউনূস মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্প আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই আমন্ত্রণ জানান। বর্তমানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেখানে অবস্থান করছেন।

অনুষ্ঠানে তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং-এর সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া, ড. ইউনূস পৃথকভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ