Views Bangladesh Logo

যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে ইউনূসের সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাজ্যে চারদিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে এই বৈঠক শেষ হয়।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবারের কর্মসূচির অংশ হিসেবে অধ্যাপক ইউনূস চ্যাথাম হাউসে (দ্য রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) এশিয়া-প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক ড. চিয়েটিগ বাজপাইয়ের সঙ্গে বৈঠক করবেন।

ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার নিশ্চিত করেন, দিনের পরবর্তী সময়ে চ্যাথাম হাউসে একটি মূল বক্তব্য রাখবেন অধ্যাপক ইউনূস। বিকেলে তার সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

রাতের কর্মসূচিতে ড. ইউনূস রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে কিং’স ফাউন্ডেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিশেষ নৈশভোজে অংশ নেবেন বলে জানা গেছে।

সফরের শুরুতে মঙ্গলবার লন্ডনে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। এ সফরের প্রধান লক্ষ্য হচ্ছে যুক্তরাজ্যের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ-সংক্রান্ত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করা।

সেখানে পৌঁছানোর পর অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সফর।’

তিনি জানান, সফরকালে ইউনূস যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও মিলিত হবেন।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ