প্রধান উপদেষ্টার সাথে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর বৈঠক
মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে দেশটির শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেকের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগষ্ট) কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করছেন সেখানে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শিক্ষা খাত এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের চলমান উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূস গত সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে কুয়ালালামপুরে পৌঁছান।
সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (১২ আগস্ট) তিনি পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে দুই দেশের বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি এক্সচেঞ্জ অব নোটস চুক্তি স্বাক্ষরিত হয়, যা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে সহায়ক হবে।
আজ বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও শক্তিশালী করার আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে