Views Bangladesh Logo

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ফরের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগষ্ট) দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আগে পুত্রজায়ায় ড. ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। বৈঠক শেষে দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সফরকালে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন ড. ইউনূস।

সোমবার সন্ধ্যায় বিমানের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল।

বুধবার বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে ড. ইউনুসের। এই সফরের মাধ্যমে তার তিন দিনের রাষ্ট্রীয় সফর সম্পন্ন হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ