মিথ্যা তথ্য মোকাবিলায় গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ প্রচারে জাতিসংঘকে আহ্বান প্রধান উপদেষ্টার
জাতিসংঘের (ইউএন) প্রতি নীতিগত সাংবাদিকতাকে সমর্থন এবং গণমাধ্যমে স্বনিয়ন্ত্রণ প্রচারের মাধ্যমে মিথ্যা তথ্য মোকাবিলায় আরও সক্রিয় ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ এবং সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তাবিষয়ক সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদী বেঞ্চেলাহ’র সঙ্গে বৈঠকে তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম ও মূলধারার মিডিয়া, উভয়েই ভুল তথ্য ছড়ায়।
জাতিসংঘকে গণমাধ্যমের পাশাপাশি সরকারগুলোর সাথে জড়িত হয়ে এই সমস্যা সমাধানেরও আহ্বান জানান ড. ইউনূস। বুধবার (২ জুলাই) বাংলাদেশের গণমাধ্যম বিষয়ক প্রতিবেদন প্রকাশের আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়।
‘বাংলাদেশের গণমাধ্যমের দৃশ্যপটের মূল্যায়ন: মুক্ত, স্বাধীন ও বহুত্ববাদী গণমাধ্যমে দৃষ্টি নিবদ্ধ করা’ শীর্ষক প্রতিবেদনটি যৌথভাবে তৈরি করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউনেস্কো।
প্রতিবেদনটি ইউএনডিপির শক্তিশালীকরণ প্রতিষ্ঠান, নীতি ও পরিষেবা (এসআইপিএস) প্রকল্পের কাঠামোর অধীনে প্রকাশিত হতে যাচ্ছে। এটি মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যম উন্নয়নে ইউনেস্কোর আদর্শের সাথেও সামঞ্জস্যপূর্ণ।
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সত্যিই প্রতিবেদনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমাদের প্রধান সমস্যা হলো, মিথ্যা তথ্য ও ভুয়া খবর। এর কিছু বিদেশে উৎপত্তি, কিছু স্থানীয়। এটি একটি ক্রমাগত বোমাবর্ষণ’।
জাতিসংঘকে তিনি বলেন, ‘কেবল সরকারের সাথে কথা বললেই হবে না, গণমাধ্যমের সাথেও কথা বলতে হবে। যদি কোনো গণমাধ্যম ধারাবাহিকভাবে ভুল তথ্য ছড়ায়, তবে এটি মনে করিয়ে দেয়া উচিত যে, এটি বিশ্বাসযোগ্য নয়। আমাদের আপনাদের সমর্থন প্রয়োজন, আপনাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ’।
ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ জানান, আসন্ন প্রতিবেদনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণের গুরুত্ব এবং আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ মূল সুপারিশগুলো তুলে ধরা হয়েছে।
‘প্রতিবেদনটিতে কোনটি কাজ করছে, কোনটি করছে না- এর মূল্যায়ন এবং কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার বিভাগকে বিশ্বজুড়ে সেরা অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তায় জোর দেয়া হয়েছে’- বলেন তিনি।
মেহেদী বেঞ্চেলাহ আরও জানান, প্রতিবেদনে সাংবাদিকদের কর্মপরিবেশ এবং নারী সাংবাদিকদের নিরাপত্তার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে। এটিকে বিশ্বজুড়ে উদ্বেগের বর্ণনা করে তিনি বলেন, ‘সরকারের পদক্ষেপ এই ক্ষেত্রগুলোতে বড় প্রভাব ফেলতে পারে’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে