গুলশান লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার
ঢাকার গুলশান লেক থেকে জালাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২১-২৩ বছর।
রোববার (৩১ আগস্ট) রাত সোয়া ১টার দিকে লেক থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ মর্গে রাখা হয়েছে, ফরেনসিক তদন্ত করা হবে।
গুলশান থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিন জানান, রাতের দিকে কমিউনিটি পুলিশ খবর দেন যে চারজন যুবক হ্রদে ঝাঁপ দিয়েছে। তাদের মধ্যে দুইজন সাঁতার কেটে পালিয়ে যায়, একজনকে পুলিশ আটক করে এবং জালালকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের কাছে আরও তথ্য আসে, হ্রদের পাশে ১৫–২০ জন যুবক লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়েছিল।
স্থানীয় পথচারী সঞ্জিত বালা বলেন, দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে আমরা এক যুবককে হ্রদে তলিয়ে যেতে দেখে পুলিশকে ডাকি। পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই; কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, জালাল মহাখালীর সাততলা বস্তির বাসিন্দা ছিলেন। তিনি আগে একটি এসি কোম্পানিতে কাজ করতেন তবে সম্প্রতি কোনো কাজে যুক্ত ছিলেন না।
পুলিশ একজনকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে