Views Bangladesh Logo

বনানীর লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর বনানীর একটি লেক থেকে উদ্ধার হয়েছে ব্যবসায়ী জয়নাল আবেদীনের মরদেহ। কড়াইল বস্তির বাসিন্দা ওই যুবক পানিতে ডুবে মারা গেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।

পুলিশ জানায়, শনিবার (৩০ আগস্ট) সকালে ৯৯৯-এ ফোনকল পেয়ে জয়নালের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গুলশান থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে মদ্যপানের পর জয়নাল নিখোঁজ হন। শুক্রবার (২৯ আগস্ট) থানায় সাধারণ ডায়েরি করেন ঘটনার পর তার স্ত্রী। সকালে একজন প্রত্যক্ষদর্শী তার মরদেহ লেকে ভাসতে দেখে ৯৯৯-এ খবর দেন। খবর পেয়ে স্বজনেরা এসে জয়নালকে শনাক্ত করেছেন বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ