Views Bangladesh Logo

টঙ্গীতে উড়ালসেতুর নিচ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে উড়ালসেতুর নিচ থেকে এক অজ্ঞাত যুবকের (বয়স আনুমানিক ৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের টঙ্গী স্টেশন রোডের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে বিআরটি প্রকল্পের ৬৮ নম্বর পিলারের পাশে মরদেহটি দেখতে পান পথচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে মরদেহটি সেতুর নিচে ফেলে গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যদের খবর দেয়া হয়েছে। আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ