Views Bangladesh Logo

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত

ট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার হিলভিউ এলাকায় ছুরিকাঘাতে আবদুল্লাহ আল মনির ওরফে পিন্টু (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। মনির পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি স্ত্রীকে নিয়ে তার শ্বশুরের বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

বায়েজিদ বোস্তামী থানার এসআই জমির উদ্দিন জানান, রাত ১২টার দিকে চার থেকে পাঁচজন মিলে মনিরকে ছুরিকাঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। মনিরের শরীরে তিন থেকে চারটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে তাকে খুন করা হতে পারে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ