Views Bangladesh Logo

জেনেভা ক্যাম্পে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত যুবক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিক আহমেদ জানান, রাত ৩টা ৪০ মিনিটের দিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের পরিবার জানায়, ভোরে ক্যাম্পের ভেতরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। এ সময় জাহিদ বাসা থেকে বাইরে বের হলে একটি ককটেল এসে তার মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেয়া হয় তাকে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবচেয়ে ছোট। রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি মোহাম্মদপুর থানাকে অবহিত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ