গুলশানে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর গুলশানে সৌরভ (২৭) নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। কে বা কারা, কেন তাকে হত্যা করেছে তা এখনও জানতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার আলী আহমেদ মাসুদ গণমাধ্যমে বলেন, ‘গুলশান-৫৫ নম্বর সড়কের লেকপাড়ে দুর্বৃত্তদের হাতে খুন হন সৌরভ। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
নিহত সৌরভ ছাত্রদল নেতা- এমন গুঞ্জন প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা বলেন, এটি সঠিক তথ্য নয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে