Views Bangladesh Logo

গাজীপুরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে আটক এক যুবক পুলিশ হেফাজতে অসুস্থ হওয়ার পর মারা গেছেন। নিহত যুবকের নাম রনি মিয়া (৩০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার মীরের ব্যাতকা গ্রামের কালু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর বড় দেওড়া এলাকায় একটি সাবমারসিবল পাম্প ও পাইপ চুরির অভিযোগে স্থানীয়রা রনিকে আটক করে। পরে স্থানীয় দুই ব্যক্তি সোহেল রানা (৪০) ও নূরুল ইসলাম তাকে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করেন।

থানার হাজতখানায় রাখা অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রনি অসুস্থ হয়ে পড়েন। এরপর পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশীষ চৌধুরী বলেন, ‘পুলিশ রনিকে হাসপাতালে নিয়ে আসে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে তাজউদ্দীন মেডিকেলে পাঠাই।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, ‘রনিকে থানায় কোনো নির্যাতন করা হয়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ