Views Bangladesh Logo

ময়মনসিংহে মসজিদে চুরির চেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

য়মনসিংহের ত্রিশাল উপজেলায় চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে রানা মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) মধ্যরাত ৩টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের রায়মনি মধ্যপাড়ায় বাইতুল রহমান জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সম্প্রতি ওই মসজিদে একাধিকবার চুরির ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। সোমবার রাতে রানা মিয়া আবারও চুরির চেষ্টা করলে তিনি হাতেনাতে ধরা পড়েন। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে জড়ো করেন। এরপর উত্তেজিত জনতা রানা মিয়াকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মুনসুর আহাম্মদ বলেন, ‘মসজিদের তালা ভাঙার শব্দ পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা উঠে আসেন। তারা ডাক-চিৎকার দিলে আরও লোকজন জড়ো হয়। তারা তখন রানা মিয়াকে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘রানা মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ