Views Bangladesh Logo

আফগানিস্তানের সাথে বড় ব্যবধানে হারল যুবারা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে ১০২ রানের বিশাল ব্যবধানে পরাজিত করল আফগানিস্তান। আগে ব্যাট করে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দল সংগ্রহ করে ৭ উইকেটে ২৭৫ রান। জবাবে মাত্র ১৭৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

আফগানিস্তানের দুই ওপেনারকে ইনিংস বড় করতে দেয়নি বাংলাদেশ। ৬ রান করা খালিদ আহমেদজাইকে আউট করে আল ফাহাদ। আরেক ওপেনার ওসমান সাদাতকে বোল্ড করেন সামিউন বাসির রাতুল। সাদাত করেন ৩৬ বলে ২৬ রান। 

তারপর ৮৪ রানের জুটি পায় আফগানিস্তান। উজাইরউল্লাহকে শিকার করে এই জুটি ভাঙেন আজিজুল হাকিম তামিম। উজাইর করেন ৩৫ বলে ৩১ রান। তারপর মাহবুব খানের সাথে ৬৬ রানের জুটি গড়েন ফয়সাল খান। তিন অঙ্ক স্পর্শ করেন ফয়সাল। ঠিক ১০০ রান করে আউট হন তিনি।

১০৫ বলে ১০০ রান করেন ফয়সাল। তাকেও শিকার করেন তামিম। পরের ওভারেই আজিজুল্লাহকে রান-আউট করে অধিনায়ক তামিম। তবে অধিনায়ক মাহবুব খান আফগানিস্তান যুবাদের এগিয়ে নিতে থাকেন।

মাহবুব করেন ৭৮ বলে ৬৮ রান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৫ রান সংগ্রহ করে আফগানিস্তান।

এই রান তাড়া করতে নেমে শেষ ৩৫ রানে সাতটি উইকেট হারায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং অর্ডার। এতে ১০২ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয় টাইগার যুবাদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ