বাংলাদেশ যত দিন থাকবে, হাদি আমাদের মধ্যে থাকবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সব বাংলাদেশির বুকে শহীদ শরিফ ওসমান হাদি আছেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা-পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, 'আজ আমরা এখানে শুধু ওসমান হাদিকে বিদায় দিতে আসিনি। বাংলাদেশ যত দিন থাকবে, হাদি আমাদের মধ্যে থাকবে।'
এর আগে শনিবার সকালে শহীদ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে একটি মিছিলসহ মরদেহ আনা হয় মানিক মিয়া এভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
সকাল থেকেই জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন। বেলা একটার দিকে ফার্মগেট, বিজয়স্মরণী, আসাদগেটসহ মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকাগুলোতে মানুষের ঢল নামে। এ সময় তারা ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ নানা স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে শহীদ শরিফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে