Views Bangladesh Logo

ইসির নিষেধাজ্ঞার পরও সরকারি অফিসে ‘হ্যাঁ’ ভোটের ব্যানার

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা সত্ত্বেও দেশের বিভিন্ন সরকারি অফিসের প্রধান ফটক ও দেয়ালে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার দেখা যাচ্ছে। বৃহস্পতিবার ইসি মন্ত্রিপরিষদ বিভাগকে লিখিত নির্দেশ দেয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে পারলেও কোনোভাবে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না।

নির্দেশনার পর সচিবালয়সহ কিছু সরকারি অফিসের সামনে থেকে ব্যানার সরানো শুরু হয়েছে। তবে ঢাকার বাইরে বেশিরভাগ সরকারি অফিসে এখনো ‘হ্যাঁ’ ভোটের পক্ষে পোস্টার ও ব্যানার টাঙানো দেখা যাচ্ছে।

এদিকে শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীতে মেট্রোরেলের ভিডিও স্ক্রিনেও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিজ্ঞাপন দেখা গেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে ব্যানার সরানোর কাজ শুরু হলেও কিছু অফিসে নতুন ব্যানার স্থাপন করা হয়েছে। এসব নতুন ব্যানারে গণভোটের মাধ্যমে আসা সংশোধন ও প্রস্তাবনাগুলো পয়েন্ট আকারে তুলে ধরা হলেও সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার আহ্বান নেই।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অবশ্যই কার্যকর করা হবে। সব স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এক অতিরিক্ত সচিব জানান, ইসির চিঠি পাওয়ার পর বৃহস্পতিবারই বিভিন্ন মন্ত্রণালয়ে বিষয়টি বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

শুক্রবার সকালে সচিবালয়ের প্রধান ফটক থেকে ‘হ্যাঁ’ ভোটের ব্যানার সরানো হয়। শ্রমিকরা জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশে ব্যানারগুলো সরানো হচ্ছে।

তবে সরকারি অফিসগুলোতে এখনও কিছু ব্যানার ঝুলছে। ঢাকার মতিঝিল এলাকার সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, মন্ত্রণালয়গুলো এবং চট্টগ্রাম, খুলনা ও অন্যান্য জেলার সরকারি দপ্তরের সামনে এখনও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যানার দেখা যাচ্ছে।

চট্টগ্রামে জেলা পরিষদ বহুতল ভবনে ঝুলানো একটি ব্যানারে লেখা ছিল- ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি—আপনার হাতে; পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’।’

বিভিন্ন সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান, যেমন বিসিএসআইআর, জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয় ও স্থানীয় ব্যাংকেও গণভোটের পক্ষে উৎসাহিত করে পোস্টার ও ব্যানার টাঙানো হয়েছে। এসব ব্যানারে ভোটের প্রভাব বা ‘হ্যাঁ’/‘না’ বিষয়ে সরাসরি আহ্বান না থাকলেও গণভোটের মাধ্যমে কী কী পরিবর্তন আসবে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ