Views Bangladesh Logo

ইতিহাস গড়ে উইম্বলডনের নুতন রাজা ইয়ানিক সিনার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

তালির ইয়ানিক সিনার নিজের নাম লিখিয়েছেন উইম্বলডনের ইতিহাসে। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। রোববার (১৩ জুলাই) ফাইনালে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে হারিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়, দুইবারের উইম্বলডন জয়ী ও পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে।

আকর্ষণীয় ফাইনাল ম্যাচের প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে এগিয়ে যান আলকারাজ। কিন্তু শীর্ষ বাছাই সিনার এরপর দারুণ প্রত্যাবর্তন ঘটান। একে একে পরবর্তী তিন সেট ৬-৪, ৬-৪ ও ৬-৪ ব্যবধানে জিতে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ স্কোরলাইনে গড়ে ফেলেন নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য।

এই শিরোপার মধ্য দিয়ে ২৩ বছর বয়সী সিনার জিতলেন নিজের চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম। এর আগেই চলতি বছরের ফ্রেঞ্চ ওপেন ফাইনালে আলকারাজের কাছে হেরে গিয়েছিলেন তিনি। সেই হারের প্রতিশোধ নেয়ার জন্য এই জয় তার জন্য ছিল বিশেষ তাৎপর্যময়।

আলকারাজের জন্য এটি ছিল ব্যতিক্রমী এক পরাজয়। টানা দুইবার উইম্বলডন জয়ের পর এবার হ্যাটট্রিক করার লক্ষ্যে এসে থেমে গেলেন তিনি। তার অল ইংল্যান্ড ক্লাবে টানা ২০ ম্যাচ জয়ের রেকর্ডও ভেঙে দিলেন সিনার। এই জয়ের মাধ্যমে ইয়ানিক সিনার প্রবেশ করলেন টেনিস কিংবদন্তিদের তালিকায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ