আজ বিশ্ব শিশু দিবস
আজ বিশ্ব শিশু দিবস- শিশুদের অধিকার রক্ষা, তাদের কল্যাণ নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী শিশুদের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রতি বছর ২০ নভেম্বর দিনটি পালন করা হয়।
১৯৫৪ সালে ইউনিভার্সাল চিলড্রেনস ডে নামে এই দিবসের সূচনা হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ ২০ নভেম্বরকে এ দিবস হিসেবে নির্ধারণ করে আন্তর্জাতিক ঐক্য, শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা এবং তাদের সার্বিক কল্যাণ উন্নয়নের লক্ষ্যে।
তারিখটির ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। ১৯৫৯ সালের এই দিনে জাতিসংঘ শিশু অধিকার ঘোষণা গ্রহণ করে। একই দিনে ১৯৮৯ সালে গৃহীত হয় শিশু অধিকারবিষয়ক আন্তর্জাতিক সনদ (Convention on the Rights of the Child)। ১৯৯০ সাল থেকে বিশ্ব শিশু দিবস এ দুটি গুরুত্বপূর্ণ মাইলফলকেরও বার্ষিকী হিসেবে পালিত হচ্ছে।
বিশ্ব শিশু দিবসকে কেন্দ্র করে ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও উন্নয়ন নিশ্চিত করতে নানা কর্মসূচি পালন করে থাকে। শিক্ষক, চিকিৎসক, নীতিনির্ধারক, সামাজিক ও ধর্মীয় নেতা, গণমাধ্যমকর্মী, তরুণ প্রজন্ম- সবাইকে শিশুদের উন্নয়ন ও সুরক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
ইউনিসেফের মতে, শিশু অধিকার মানবাধিকার- এগুলো সর্বজনীন এবং অখণ্ড। কিন্তু বিশ্বের অনেক স্থানে এখনও শিশুদের অধিকার লঙ্ঘিত, উপেক্ষিত বা আক্রমণের মুখে। এই বাস্তবতায় বিশ্ব শিশু দিবস শিশুদের সুরক্ষা ও অধিকার রক্ষায় নতুন করে প্রতিশ্রুতি ব্যক্ত করার সুযোগ তৈরি করে।
শিশুদের জন্য নিরাপদ, ন্যায়সংগত ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে বৈশ্বিক অঙ্গীকার জোরদারের প্রত্যয় নিয়েই আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে