গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গত তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকেয়া বেতনের দাবিতে সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে বিক্ষোভ শুরু করে গাজীপুরের আলিফ ক্যাজুয়াল কারখানার শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে প্রায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেস্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে। এতে ২০ জন শ্রমিক এবং পাঁচজন পুলিশ সদস্য আহত হন।
শিল্প পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট খলিলুর রহমান জানান, গত ২৮ আগস্ট থেকে কারখানাটি সাধারণ ছুটিতে ছিল এবং সোমবার পুনরায় খোলার কথা ছিল। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যার ফলে মহাসড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে