সিইপিজেডে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
৯ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের (সিইপিজেড) একটি কোম্পানির শ্রমিকরা।
রোববার (১২ জানুয়ারি) সকালে কারখানার গেট এবং সিইপিজেড প্রশাসনিক ভবনের সামনে দুই ঘণ্টা এ কর্মসূচি পালন করেন প্রিমিয়ার ১৮৮৮ লিমিটেডের শ্রমিকরা।
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ‘আইনশৃঙ্খলা বজায় রাখতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। অধিকাংশ শ্রমিক কারখানার মালিকদের সঙ্গে বৈঠক করে তাদের কর্মস্থলে ফিরে যান। তবে প্রিমিয়ার ১৮৮৮ লিমিটেড কারখানার একদল শ্রমিক বেতন বৃদ্ধির জন্য তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করেছি এবং আমরা আশা করছি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে।’
এদিকে গতকাল শনিবার সিইপিজেডের মেরিমো লিমিটেড এবং জেএমএস লিমিটেডের কর্মচারীদের মধ্যে সংঘর্ষে ৫০ জনেরও বেশি শ্রমিক আহত হন।
সিইপিজেড সূত্র এবং শিল্প পুলিশের মতে, মজুরি বৃদ্ধি এবং অন্যান্য সুবিধার দাবিতে গত সপ্তাহ থেকে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে