Views Bangladesh Logo

নারী অধিকারকর্মী রওশন জাহান আর নেই

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশিষ্ট নারী অধিকারকর্মী রওশন জাহান আর নেই। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রওশন জাহান এক মেয়ে, দুই ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন। তিনি প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমদের স্ত্রী।

দীর্ঘ কর্মজীবনে রওশন জাহান নারী অধিকার ও ক্ষমতায়ন নিয়ে কাজ করেছেন। তিনি এই বিষয়ে বেশ কয়েকটি বইও রচনা করেছেন। পাশাপাশি উইমেন ফর উইমেন, বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ গ্রামীণ সমিতি (বিজিএস)সহ বহু সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নারীর অধিকার ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে রওশন জাহানের জানাজা অনুষ্ঠিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ