Views Bangladesh Logo

ঢাকায় হতে পারে নারী কাবাডি বিশ্বকাপ

নারীদের কাবাডি বিশ্বকাপ এবার ঢাকায় বসতে পারে। গত ৩ থেকে ১০ আগস্ট ভারতের হায়দরাবাদে এই বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু পাকিস্তানের খেলতে না পারার কারণে তা স্থগিত হয়ে যায়। এখন বিকল্প ভেন্যু হিসেবে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের প্রথম পছন্দ বাংলাদেশ। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে এই মাসেই ঢাকায় হতে পারে এই বিশ্বকাপ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানান, আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে তারা আয়োজক হওয়ার প্রস্তাব পেয়েছেন এবং তারা সরকারের কাছে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই তারা এই বিশ্বকাপ আয়োজন করবেন।

জাতীয় ক্রীড়া পরিষদের বিদায়ী নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, এই বিষয়ে তাদের আবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এবং সেখান থেকে এটি এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে বাংলাদেশে এই বিশ্বকাপ হবে কিনা। এই বিশ্বকাপে মোট ১৪টি দলের অংশ নেয়ার কথা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ