Views Bangladesh Logo

কাবাডি বিশ্বকাপে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা

ই প্রথমবার নারী কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা।

শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৪০-৩১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হলো ব্রোঞ্জ পদক জয়ও। আন্তর্জাতিক কাবাডির নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদক পাবে অংশগ্রহণকারী দল।

একই দিন সেমিফাইনাল নিশ্চিত করেছে গত আসরের রানার্সআপ ইরান। আজ তারা নেপালকে হারিয়েছে ৩৯-১১ পয়েন্টে।

‎ঘরের মাঠে জয়ে শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে উগান্ডাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জার্মানি বিপক্ষে জয় পায়। তৃতীয় ম্যাচ হেরে যায় ভারতের কাছে।

এ নিয়ে দ্বিতীয়বার অনুষ্ঠিত হচ্ছে নারীদের কাবাডি বিশ্বকাপ। সর্বশেষ ২০১২ সালে ইরানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। সেবার বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ