ফিফা র্যাংকিংয়ে আট ধাপ পেছালো বাংলাদেশের মেয়েরা
গত ৭ আগস্টে মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে ওঠার চার মাস পর বাংলাদেশের নারী ফুটবল দল র্যাঙ্কিংয়ে অবনতি করেছে। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ৮ ধাপ নেমে ১১২তম স্থানে অবস্থান করছে।
গত চার মাসে বাংলাদেশ নারী দল চারটি ম্যাচ খেলেছে এবং সবগুলোই হেরেছে। অক্টোবর মাসে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে তারা ৩-০ ও ৫-১ গোলে হেরেছে। নভেম্বর ও ডিসেম্বরে অনুষ্ঠিত তিন-জাতি টুর্নামেন্টে মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজানের কাছে ২-১ গোলে হারের মুখে পড়েছে। এই ম্যাচগুলোর কারণে র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েছে। চার ম্যাচে তারা ১১টি গোল হজম করেছে এবং মাত্র ২টি গোল করতে পেরেছে।
গত আগস্টে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল ছিল বাংলাদেশ। তখন তারা ৮০.৫১ পয়েন্ট অর্জন করে রেটিং পয়েন্ট ১১৭৯.৮৭৩ এ পৌঁছেছিল। নতুন র্যাঙ্কিংয়ে তাদের রেটিং পয়েন্ট কমে ১১৬৭.৬১১ হয়েছে।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে স্পেন, দুইয়ে যুক্তরাষ্ট্র। এশিয়ার দলগুলোর মধ্যে সবার ওপরে আছে জাপান (৮ নম্বর)। দক্ষিণ এশিয়ার শীর্ষে আছে ভারত (৬৭), নেপালও বাংলাদেশের উপরে অবস্থান করছে (৮৯)।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে