নারীরা বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলবেন: ফরিদা আক্তার
নারীরা বাংলাদেশের ভবিষ্যতের প্রধান নির্মাতা হিসেবে কাজ করবেন এবং কোনো ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার।
ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবার অনুষ্ঠিত ‘জুলাই কন্যা অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে তিনি নারীর অধিকার এবং জাতি গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, 'যৌনকর্মীদের মর্যাদা পাওয়া উচিত এবং তাদের সন্তানদের অধিকার নিশ্চিত করা প্রয়োজন'। সমাজের স্বীকৃতি ও অন্তর্ভুক্তির জন্য আহ্বানও জানান তিনি।
নারী সংস্কার কমিশন নিয়ে উত্থাপিত প্রশ্নের জবাবে ফরিদা আক্তার স্পষ্ট করেন, ওই কমিশন কুরআনের বিরুদ্ধে কোনো বক্তব্য প্রদান করেনি এবং এটি একটি ভুল বোঝাবুঝি মাত্র।
তিনি আরও জোর দিয়ে বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার দাবি ধর্মীয় মূল্যবোধের সঙ্গে কোনো রকম বিরোধপূর্ণ নয়।
অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণা’ পাঠ করা হয়, যেখানে নারীর অবদান প্রচার, তাদের অধিকার সংরক্ষণ এবং সাইবারবুলিং প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে ১০০ জন নারীকে পুরস্কৃত করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে