Views Bangladesh Logo

ফরিদপুরে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

 VB  Desk

ভিবি ডেস্ক

রিদপুর শহরের রঘুনন্দনপুরের ভাড়া বাসা থেকে তরুণী গৃহবধূ মিম আক্তারের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় আঘাত থাকায় পালিয়ে যাওয়া স্বামী মিরাজ বিশ্বাস (২৫) ঘাতক বলে ধারণা পুলিশের।

নিহত মিম শরীয়তপুরের জাজিরা সদর ইউনিয়নের সিরাজ শেখের মেয়ে। স্বামী মিরাজ বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের বাসিন্দা। ছয় মাস ধরে ওই এলাকার আব্দুল জলিলের চতুর্থ তলা ভবনের দোতলার ভাড়াটে ছিলেন এই দম্পতি।

শনিবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে মিমের মরদেহট উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বাড়িওয়ালা জলিল শেখের স্ত্রী নীরুন্নাহার বারী বলেন, ‘ভাড়া নেয়ার সময় স্ত্রী মিম একটি বিউটি পার্লার ও স্বামী মিরাজ একটি দোকানের কর্মচারী বলে জানিয়েছিলেন। গতরাতে তাদের মাঝে ঝগড়া হয় বলে শুনেছি। ভোররাতে আমাকে ডেকে গেটের তালা খুলে দিতে বলেন মিরাজ। কারণ জানতে চাইলে বলেন, তার এক আত্মীয় মারা গেছেন এবং সেখানে যাবেন। পরে গেট খুলে দিলে মিরাজ চলে যান’।

নীরুন্নাহার বলেন, ‘সকালে দুজন ছেলে এসে মিরাজের আত্মীয় পরিচয়ে আমাদের সঙ্গে নিয়ে ওই বাসায় যেতে চান। আমরা গিয়ে মিমকে ফ্লোরে মৃত অবস্থায় পরে থাকতে দেখি। তা দেখেই ওই দুজন কৌশলে পালিয়ে যান’।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, মরদেহটি ঘরের ভেতর কাপড় দিয়ে ঢাকা অবস্থায় এবং গলায় আঘাত দেখা গেছে। এ ঘটনার পর তার স্বামী পালিয়ে যান। তাকে ধরতে পুলিশ কাজ করছে। নিহত নারীর পরিবারকে খবর দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ