গাজীপুরে বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একটি বাসা থেকে গলাকাটা অবস্থায় রহিমা বেগম (৩৮) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে তাঁর স্বামী ইমরান হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার মধ্যরাতে।
শনিবার সকালে দম্পতির ১৬ বছর বয়সী মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ইমরান–রহিমা দম্পতি মেয়েকে নিয়ে ওই ভবনের পাঁচতলায় ভাড়া থাকতেন। ইমরান পেশায় মাংস বিক্রেতা। সকালে খবর পেয়ে পুলিশ বাসায় গিয়ে প্রথমে রহিমার লাশ উদ্ধার করে এবং কিছুক্ষণ পর অর্ধগলাকাটা অবস্থায় নড়াচড়া করতে দেখা যায় ইমরানকে। পরে তাঁকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, দম্পতির মেয়ে দাবি করেছে—তার বাবা প্রথমে মাকে হত্যা করেন, পরে নিজে গলা কাটার চেষ্টা করেন। তবে এ বক্তব্য পুলিশ বিশ্বাস করছে না; তাই মেয়েকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও জানান, রহিমার লাশ মর্গে পাঠানো হয়েছে এবং পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে