Views Bangladesh Logo

টঙ্গীতে বাসে নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার হুমকি, প্রতিবাদ করায় যুবককে মারধর

গাজীপুরের টঙ্গীতে অনার্স পড়ুয়া এক নারী শিক্ষার্থীকে (২৩) বাস চালক ও হেলপার মিলে ধর্ষণ ও হত্যা করার হুমকির অভিযোগ উঠেছে। এসময় বাসে উপস্থিত এক যুবক প্রতিবাদ করলে তাকেও মারধর করে গুরুত্বর আহত করা হয়। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) মূল অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সফিউদ্দিন সরকার একাডেমির সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. নাঈম ইসলাম (২৩) টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়, টিউশনি শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী টঙ্গী হোসেন মার্কেটের উদ্দ্যেশে রাজধানীর উত্তরা বিএনএস হতে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১১-৯২৮৮) ওঠেন। বাসটি সফিউদ্দিন সরকার একাডেমির সামনে আসলে বেপরোয়াভাবে চালাতে শুরু করেন চালক। বাসের চালককে ভুক্তভোগী সতর্ক করলে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাসচালক মো. আ. হালিম (২৯) ও হেলপার মো. আমির হোসেন (৪৫) ভুক্তভোগীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেয় এবং শ্লীলতাহানি করে।

এতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনার প্রতিবাদ করলে বাসযাত্রী নূর নবীকে (২২) লোহার রড দিয়ে আঘাত করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে তিনি উন্নত চিকিৎসা জন্য উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি হন।

ভুক্তভোগী ভিউজ বাংলাদেশকে জানান, এ ঘটনার আইনগত সঠিক বিচার চান তিনি। ভুক্তভোগী বলেন, আমাকে যেভাবে যাত্রীদের সামনে ধর্ষণ ও হত্যার হুমকি এবং শ্লীলতাহানি করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে কোন নারীর সঙ্গে এসব না করার সাহস পায়।

ভুক্তভোগীর স্বামী ভিউজ বাংলাদেশকে বলেন, ঘটনার সময় আমার স্ত্রী পুলিশকে বিষয়টি জানাবে বললে তারা (অভিযুক্তরা) আরো উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং একপর্যায়ে বাসচালক শ্লীলতাহানি করে। পরে এ ঘটনার সঠিক বিচার চেয়ে আমি মামলা দায়ের করি।

এদিকে প্রতিবাদকারী ও আহত যুবক নূর নবী স্বেচ্ছাসেবক সংস্থা ‘বিডি ইউথ রিভিলিউশন’র সঙ্গে জড়িত। সংস্থাটির সদস্যরা ভিউজ বাংলাদেশকে বলেন, ‘আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নারী নির্যাতন ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অবিচল থাকবে।’

মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী পশ্চিম থানার এসআই হানিফ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে ভিউজ বাংলাদেশকে জানান, ঘটনা জানার পর গুরুত্বের সঙ্গে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত দুই আসামি বাসচালক ও হেল্পারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার তদন্ত ও গ্রেপ্তারি কার্যক্রম চলমান থাকবে। ভুক্তভোগীকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হচ্ছে।

তিনি জানান, আসামি বাসচালক মো. আ. হালিমের বাড়ি গাজীপুরে এবং হেল্পার মো. আমির হোসেনের বাড়ি বরিশালে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ