দক্ষিণখানে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত
রাজধানীর দক্ষিণখান এলাকায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে আকলিমা আক্তার (৩৩) নামের এক নারী নিহত হয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দেওয়ানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে শেখ সাইরী জানান, তার মা আকলিমাকে সাবেক স্বামী মাসুদ মাথা ও হাতে বারবার ছুরিকাঘাত করেন। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত ১২টা ১৫ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই স্থানীয়রা মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে বলে দক্ষিণখান থানা পুলিশ নিশ্চিত করেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উত্তরায় আকলিমার একটি পোশাকের দোকান ছিল। কয়েক বছর আগে তিনি মাসুদকে বিয়ে করেন এবং তাকে দুবাই পাঠানোর খরচও দেন। তবে পরে মাসুদ টাকা পাঠানো বন্ধ করে দেন। এ নিয়ে বিরোধ বাড়তে থাকায় চার-পাঁচ মাস আগে তাদের বিচ্ছেদ হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ‘তার মাথা ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে,’ বলেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে