Views Bangladesh Logo

গাজীপুরে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ

 VB  Desk

ভিবি ডেস্ক

গাজীপুরের টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টায় হোসেন মার্কেটের কাছে ঘটনাটি ঘটে। এই ঘটনায় এখনো নিখোঁজ ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বৃষ্টির সময় গাজীপুর সিটি করপোরেশনের একটি ঢাকনাবিহীন ম্যানহোলে ওই নারী পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তাদের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, তাদের দল কয়েক ঘণ্টা ধরে নারীটির খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রায় ১০ ফুট গভীর ওই ম্যানহোলটি বৃষ্টির পানিতে পূর্ণ থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চলমান উদ্ধারকাজে সহায়তা করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ