Views Bangladesh Logo

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়িমিয়ানমার সীমান্তে গিয়ে বাঁশ কুরুল সংগ্রহ করার সময় লাকি সিং (২৪) নামে এক নারী স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়েছেন।

সোমবার (৪ আগস্ট) সকালের দিকে নিকুছড়ি ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের সুমং কারবারির মেয়ে। তার বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে ইউএনও মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মিয়ানমার সীমান্তের ওপারে বাঁশ কুরুল কাটার জন্য গিয়েই আকস্মিক মাইন বিস্ফোরণ ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ নিয়ে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ২৩ জন সীমান্তে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্নসহ নানাভাবে আহত হয়েছেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ