Views Bangladesh Logo

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নারী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর মুন্সীর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ওই নারীকে রক্তাক্ত অবস্থায় এক্সপ্রেসওয়ের ঢাকা-মুখী লেনে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। একইসঙ্গে জড়িত বাসটিকেও শনাক্ত করার চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ