Views Bangladesh Logo

ফেনীতে মিথ্যা ধর্ষণের মামলা দায়েরের অভিযোগে দম্পতিকে কারাদণ্ড

ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল এক দম্পতিকে মিথ্যা ধর্ষণের মামলা দায়ের এবং হয়রানির অভিযোগে তিন বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আদালত তাদের প্রতি জনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে; জরিমানা না দিলে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্তরা হলেন শহীদুল্লাহ এবং তার স্ত্রী নাজমা আক্তার। ট্রাইব্যুনালের বিচারক এ এন এম মোরশেদ খান সোমবার এ রায় প্রদান করেন।

আইনজীবী পিপি শাহাবুদ্দিন আহমেদ জানান, নাজমা আক্তার ২০২২ সালের ২৩ মে আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন এবং দাবি করেন, ধর্ষণের ফলে তিনি গর্ভবতী হয়েছেন।

আদালতের নির্দেশে পিবিআই তদন্ত পরিচালনা করে এবং সাতজন সাক্ষীর বয়ান সংগ্রহের পর প্রতিবেদন দাখিল করে। তদন্তে দেখা যায়, অভিযোগগুলো মিথ্যা। পরবর্তীতে নাজমা আক্তার প্রতিবেদন আপত্তি করলে ট্রাইব্যুনাল সিআইডি’র মাধ্যমে পুনঃতদন্তের নির্দেশ দেন।
তদন্তে অভিযোগ সত্য নয় বলে প্রমাণিত হয়।


পরবর্তী পর্যায়ে ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, নবজাতকের ডিএনএ আব্দুর রহমানের সঙ্গে মেলে না; বরং শিশুর ডিএনএ নাজমা আক্তারের স্বামী শাহিদুল্লাহর সঙ্গে মিলে।

বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনাল আব্দুর রহমানকে মামলা নং ১৪৫/২২ থেকে অব্যাহতি প্রদান করে এবং মিথ্যা মামলা দায়েরের অভিযোগে দম্পতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

এরপর আব্দুর রহমান ২০২৪ এর ২৭ নভেম্বর পুনরায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারে মোট দুই রাষ্ট্রপক্ষের এবং পাঁচ প্রতিরক্ষার সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ