Views Bangladesh Logo

কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ৩০ বছর বয়সী শ্যামলীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর গ্রেপ্তার হয়েছেন তার প্রেমিক সুজন। সম্পর্কের অবনতির জেরে এই হত্যা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত শ্যামলীর বাড়ি নাটোর জেলায় এবং তিনি ঢাকার আজিমপুরে থাকতেন। গ্রেপ্তার হওয়া সুজনের বাড়ি পাবনা জেলায়। দুজনেই রাজধানীর দুটি সুপারস্টোরে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের কাছে শ্যামলীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান সুজন। গুরুতর আহত শ্যামলীকে কাছের হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের মুখে ও ঘাড়ে মারাত্মক আঘাত রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকেই সুজনকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শ্যামলী ও সুজনের মধ্যেকার প্রেমের সম্পর্ক সম্প্রতি তিক্ততায় গড়ায়। ব্যক্তিগত এই বিরোধের জেরেই হত্যার ঘটনাটি ঘটেছে। আরও তদন্ত চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ