বিএনপি নেতাকে হত্যার জেরে আ. লীগ নেতার বাড়িতে আগুন, বৃদ্ধার মৃত্যু
নাটোরের সিংড়ায় রেজাউল করিম (৫৩) নামে এক কলেজশিক্ষক ও বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার জেরে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় সাবিহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
নিহত সাবিহা বেগম (৭৫) ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন মুন্সির বড় ভাইয়ের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং সিংড়া উপজেলা জিয়া পরিষদের সদস্য ও নাটোর জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহসভাপতি রেজাউল করিমের বাড়ির সামনে রাতে তিন-চারটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে ডাকাডাকি করে। তিনি বাইরে বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
হত্যাকাণ্ডের প্রায় এক থেকে দেড় ঘণ্টা পর একই গ্রামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়িতে রেজাউল করিমের সমর্থকরা হামলা চালিয়ে আগুন দেয়। এতে ওই বাড়িতে থাকা সাবিহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা আগুনে দগ্ধ হয়ে মারা যান। তিনি ওই বাড়ির মালিক আব্দুল ওহাবের মা। আগুনে বাড়ি ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কলেজ শিক্ষককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যাকাণ্ড এবং অগ্নিসংযোগ—উভয় ঘটনারই তদন্ত চলছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুন নূর জানান, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কলেজশিক্ষক হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসন জানিয়েছে, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
নাটোর জেলা বিএনপির সদস্যসচিব মো. আসাদুজ্জামান বলেন, রেজাউল করিম বিএনপি–সমর্থিত একটি সংগঠনের সদস্য ছিলেন। তবে এই হত্যাকাণ্ড রাজনৈতিক নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে, তা নিশ্চিত নয়। দুটি অপরাধমূলক ঘটনারই নিন্দা জানাই। আমরা চাই কলেজশিক্ষক হত্যা এবং বৃদ্ধাকে পুড়িয়ে মারার ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে