হাজারীবাগে নারীকে পিটিয়ে হত্যা
ঢাকার হাজারীবাগে প্রতিবেশীদের সঙ্গে পুরনো বিরোধের জেরে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে হাজারীবাগের কালুনগর এলাকায় ঘটনা ঘটে।
নিহত রওশন আরা ওই এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের স্ত্রী। পরিবারের দাবি, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের চলমান বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত।
রওশন আরার মেয়ে রুনা আক্তার জানান, ভোর রাতে বাড়ির সামনে কথাকাটাকাটির একপর্যায়ে ৩ থেকে ৪ জন প্রতিবেশী লাঠি দিয়ে তার মাকে নির্মমভাবে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি তদন্তে হাজারীবাগ থানায় রিপোর্ট করা হয়েছে।
নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে