Views Bangladesh Logo

ধানমন্ডিতে মারধরের শিকার সালমা ইসলাম এবার কারাগারে

 VB  Desk

ভিবি ডেস্ক

ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার সালমা ইসলামকে (৪০) জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের সময় জনতার হাতে মারধরের শিকার হন সালমা ইসলাম। পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

পরদিন শুক্রবার ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মো. সাইমকে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করেন ধানমন্ডি থানার এসআই আনোয়ার মিয়া। জামিন চেয়ে আইনজীবী আবুল হোসাইন পাটোয়ারী আবেদন করলেও আদালত তা নাকচ করেন।

মামলার নথি অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই সকাল পৌনে ১১টার দিকে ধানমন্ডির সাতমসজিদ রোডে মিছিলে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন সাইম। চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত বছরের ১ ডিসেম্বর তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৩৭ জনকে আসামি করে ধানমন্ডি থানায় মামলা করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ