Views Bangladesh Logo

ওড়না না পরায় বাসে নারীকে মারধর, ভিডিও ভাইরাল

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকায় চলন্ত বাসে এক নারীকে ওড়না না পরার কারণে এক ব্যক্তি শারীরিকভাবে আক্রমণ করেছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসের ভেতরে এক ব্যক্তি এক নারীর সঙ্গে তর্কে জড়ান এবং পরে তাকে বারবার আঘাত করেন। এরপর তরুণীও কটুক্তিকারীকে জুতাপেটা করেন। এ সময় বাসের অন্য যাত্রীরা চুপচাপ থাকেন, কেউ বাধা দেননি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একজন লিখেছেন, ‘নারীকে তার পোশাকের কারণে হেনস্তা ও মারধর করা হয়েছে, আর সবাই তা দেখেও চুপ ছিল। হামলাকারীর মুখ স্পষ্ট দেখা যাচ্ছে—তাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।’ তবে কেউ ওই নারীরও সমালোচনা করেছেন ।

তবে এখনো ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ