Views Bangladesh Logo

শাহবাগে নারীসহ তিনজনের লাশ উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার রাতে শাহবাগের বিভিন্ন স্থান থেকে নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাতের মধ্যে লাশগুলো জাতীয় ঈদগাহ মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক জানান, শহীদ মিনারের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় এক চল্লিশোর্ধ্ব পুরুষকে পাওয়া যায়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মধ্যরাতে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তিনি গৃহহীন ছিলেন। তার পরিচয় এখনো জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

আরেকজন, প্রায় ৫৫ বছর বয়সী এক নারীর লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির জানান, ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।

তৃতীয় মৃতব্যক্তি, আনুমানিক ৪০ বছর বয়সী এক পুরুষ, জাতীয় ঈদগাহ মাঠের পাশের ফুটপাতে পাওয়া যায়। এসআই গোলাম রাসেল পারভেজ বলেন, মৃত ব্যক্তির শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তিনটি লাশই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ