ভোলায় ছুরির মুখে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে নারী
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামে এক নারী ছুরির মুখে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার বাসিন্দা ও প্রতিবেশী কামাল মাঝি।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে, ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে। ওই নারী বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী জানান, ঘটনার সময় তার স্বামী মাছ ধরার কাজে সাগরে ছিলেন এবং শ্বশুর-শাশুড়ি ঢাকা গিয়েছিলেন। ঘরে তিনি ছিলেন শুধু তার দুই শিশু সন্তানসহ। রাত আনুমানিক দেড়টার দিকে কামাল মাঝি বাড়ির দেয়াল কেটে ঘরে ঢুকে পড়ে।
ভুক্তভোগী নারী বলেন, 'আমি টের পেয়ে চিৎকার করলে সে ওড়না দিয়ে আমার মুখ চেপে ধরে এবং ছুরি ধরে ভয় দেখায়। আমি প্রতিরোধ করলে সে আমার ছেলের গলায় ছুরি ধরে হুমকি দেয়। এরপর আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে এবং সে ঘটনার ভিডিও তোলে।'
তিনি আরও অভিযোগ করে বলেন, 'ধর্ষণের পর সে আমাকে জোর করে ক্যামেরার সামনে বলায় যে আমি তাকে নিজেই ঘরে ডেকেছি। এরপর হুমকি দেয়-বিষয়টি কাউকে জানালে ভিডিও ছড়িয়ে দেবে এবং আমার সন্তানদের মেরে ফেলবে।'
পরিবারের সদস্যরা পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, 'ভুক্তভোগী নারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।'
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, 'ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ভুক্তভোগী নারী দ্রুত বিচার এবং অভিযুক্ত কামাল মাঝির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে